Tuesday, 7 January 2014

চুল কে খুশকি মুক্ত ও ঝলমলে করতেঃ


 মেথী বাটা, আমলকির রস, অল্প গ্লিসারিন, একটি ডিম ও টকদই সামান্য গরম পানিতে পেস্ট করে মাথায় লাগান এবং আধঘন্টা পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
সপ্তাহে ২ দিন করুন। চুল কে খুশকি মুক্ত ও ঝলমলে করতে এই প্যাকের বিকল্প নেই।

ফেসবুকের নিয়ম অনুসারে পেইজ এর পোস্ট এ নিয়মিত লাইক, কমেন্ট না করলে ধীরে ধীরে পোস্ট আর দেখতে পাবেন না। তাই পোস্ট ভাল লাগলে লাইক দিয়েশেয়ার করে পেজে একটিভ থাকুন।

No comments:

Post a Comment